প্রকাশিত: Fri, Feb 17, 2023 4:48 PM
আপডেট: Wed, Apr 30, 2025 1:41 AM

আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন নয়: মির্জা ফখরুল

সালেহ্ বিপ্লব: শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে নীরব পদযাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব আবারো নির্বাচন সম্পর্কে দলের অবস্থান পরিস্কার করেন। তিনি বলেন, যে বিদেশীরা আসছেন, প্রধানমন্ত্রী তাদের বলছেন যে, আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের অধীনে খুব ভালো নির্বাচন হবে, সবাই অবাধে ভোট দিতে পারবে। ঘোড়াও হাসতে শুরু করেছে এই কথা শুনে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সেই নির্বাচনে বিএনপি, বাংলাদেশের মানুষ যাবে না। বাংলাদেশের মানুষ কোনোদিনই সেই নির্বাচন মেনে নেবে না, যে নির্বাচনে কেউ ভোট দিতে যাবে না, যে নির্বাচনে সে তার ভোট প্রদান করতে পারবে না। প্রয়াত শফিউল আলম প্রধান সাহেবের কথায় বলতে হয়, কুত্তা মার্কা নির্বাচনে বিএনপি আর যাবে না, দেশের মানুষ যাবে না।

মির্জা ফখরুল বলেন, আমাদের সোজা কথা। এই সরকার অনেক ক্ষতি করেছে আমাদের। এদেশের যে স্বপ্ন ছিলো, যে আকাক্সক্ষা ছিলো- সব কিছুকে ভেঙে ধূলিস্যাৎ করে দিয়েছে। তারা তাদের পরিবার, তারা তাদের লোকজনকে ফুঁলে-ফেঁপে কলাগাছ করে তাদেরকে বিদেশে টাকা পাচার করতে দিয়ে তারা আজকে এই বাংলাদেশকে শেষ করে ফেলেছে।

তিনি বলেন, আজকে আমাদের একটাই কথা। দুই কথা, তিন কথা, চার কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। এই মুহূর্তে চাই পদত্যাগ, এই মুহূর্তে চাই পদত্যাগ। পদত্যাগ করুন, দেশের মানুষকে বাঁচতে দিন। অন্যথায় দেশের মানুষই তার ব্যবস্থা গ্রহণ করবে। সরকারের পদত্যাগসহ ১০ দফা এবং বিদ্যুত-গ্যাস-দ্রব্যমূল্য কমানোর দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার মহানগর বিএনপি রাজধানীতে দুইটি পদযাত্রা হয়।

মহানগর দক্ষিণের উদ্যোগে গোপীবাগ ওয়াক্তিয়া মসজিদের সামনের সমাবেশ শেষে বিকাল ৪টায় পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মধুমিতা সিনেমা হল, টিকাটুলী, দয়াগঞ্জ, ধোলাইখাল মোড়, রায়সা বাজার মোড় হয়ে নয়াবাজারে নবাব ইউসুফ মার্কেট পর্যন্ত ৫ কিলো মিটার পথ পেরিয়ে শেষ করে। মহানগর উত্তরের উদ্যোগে উত্তরার কবি জসীম উদ্দিন সড়ক থেকে আবদুল্লাহপুর পর্যন্ত আড়াই কিলো মিটার পদযাত্রা হয়। এই পদযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নেতৃত্ব দেন।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই সময়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) কাওরান বাজার থেকে এবং গণফোরাম-পিপলস পার্টি মতিঝিলের ইডেন কমপ্লেক্সের সামনে থেকে পদযাত্রা করে। সকালে সমমনা জাতীয়তাবাদী জোট বিজয় নগরে আল-রাজি কমপ্লেক্সের সামনে থেকে এবং পেশাজীবী গণতান্ত্রিক জোট পুরানা পল্টন থেকে থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা করে। সম্পাদনা: খালিদ আহমেদ